২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তেঁতুলিয়া উপজেলায় আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই ফেব্রুয়ারি)বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
যথাযথ মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের প্রথম প্রহরে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন,চিত্রাংকন, দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন,তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবীর, উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল হাকিম তেঁতুলিয়া বিএনপির আহবায়ক শাহদত হোসেন রন্জু, বীর মুক্তিযোদ্ধা বসির আলম উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন,তেঁতুলিয়া কম্পানি কমান্ডার মোনায়েম,হায়ওয়ে থানা ইনিসপ্টের মেজবাহ,কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল এমদাদুল হক, বৈষম্য ছাত্র আন্দলনের হযরত আলী,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল,এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।