দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস সালাফিয়্যাহ ও এতিমখানার উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শারুলিয়া গ্রামে উক্ত প্রতিষ্ঠানের ময়দানে শনিবার এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আবুল কালাম আজাদ আজহারী, বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান। অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ আল গালিব, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া, প্রভাষক শিমুল, প্রভাষক বুলবুল, ইউপি সদস্য মোঃ আজাদ শেখ, মোঃ সেলিম সেখ, বিএনপি নেতা মোঃ মাসুদ শেখ সহ অনেকে।