ফয়েজ আহমেদ দশমিনা প্রতিনিধি - নকল.ভেজাল,মিসব্রান্ড,আনরেজিষ্ট্রাড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং এন্টিবায়টিক এর যৌক্তিক ব্যাবহার , ইনস্যুলিন,,ভ্যাকসিন ও আই-ড্রোপ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ এর এড়ড়ফ চযধৎসধপু চৎধপঃরপং বিষয়ক ফার্মেসী ব্যাবস্থাপনা সংক্রান্ত এ্যালোপ্যাথিক,হোমিওপ্যাথিক,ইউনানী ও আয়ুর্বেদীক ব্যাবসায়ীদের সাথে সচেতনতামুলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দশমিনা উপজেলা বি.সি.ডি.এস এর সভাপতি ডাক্তার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী ঔষধপ্রশাসনের সহকারী পরিচালক মোঃ শিকদার কামরুল ইসলাম।বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দশমিনা উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ শামীম খান, দশমিনা উপজেলা বি.সি.ডি.এস এর সাধারন সম্পাদক দেবাশীষ মজুদার রতন,মোঃ হুমায়ুন কবিরসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন-মোঃ আবুল হোসেন নিখিল খলিফা । অনুষ্ঠানে দশমিনা উপজেলার সকল ঔষধ ব্যাবসায়ীরা বাংলাদেশ ঔষধ প্রশাসনের সকল বিধি বিধান মেনে চলার এবং সল্প সময়ের মধ্যে ড্রাগ লাইসেন্স করার অঙ্গীকার ব্যাক্ত করেন।