নওগাঁর মান্দায় দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন কালিকাপুর আলিম মাদ্রাসা’র শিক্ষার্থীরা। এবারে দাখিল পরীক্ষায় সর্বমোট ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩০ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে এ প্লাস পেয়েছে ১২ জন এবং এ গ্রেড পেয়েছে ১৮ জন। এছাড়াও গোল্ডেন এ প্লাস পেয়েছে ২ জন। অত্র মাদ্রাসার বর্তমান শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩৪ জন ও পাসের হার ৯৬.৭৭%। শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পাশ করায় এবং এ মাদ্রাসাটি প্রথম স্থান অর্জন করায় আনন্দিত ও পুলকিত অভিভাবকরা। এতো ভাল ফলাফল করায় শিক্ষকদের সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
অপরদিকে, নমাজগড় গাউছুল আযম কামিল মাদ্রাসার সর্বমোট ৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৯ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে এ প্লাস পেয়েছে ১০ জন। অত্র মাদ্রাসার পাসের হার ৬৯.০১%।
মাদ্রাসার অধ্যক্ষ ড.মামুনুর রশিদ বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাল ফলাফল করার একটাই কারণ, আমরা যত্নের সহিত পাঠদান করে থাকি। শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় আমরা অত্যন্ত খুশি। আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, এতো সুন্দর ফলাফলের পেছনে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে। ভালো ফলাফল করায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আগামীতেও এর ধারবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে আহবান জানান তিনি।