শুক্রবার জুম্মার নামাজের পর  দিনাজপুর স্টেশন চত্বর হতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল মালদহপট্টিতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মুশপিকুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, অফিস সম্পাদক সাদেকুল ইসলাম মুন্না, হাবিপ্রবি শাখার সভাপতি শেখ রিয়াজ শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, সাহিত্য সম্পাদক রেজওয়ানুল হক, ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর সভাপতি রাসেল রানা, সেক্রেটারি সুমন আলী, পৌর পশ্চিম সভাপতি নুর ইসলাম, পলিটেকনিট ইনস্টিটিউট সভাপতি রায়হান সিদ্দিকসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করে। সমাবেশ থেকে অবিলম্বে ফিলিস্তিনে গনহত্যা বন্ধের দাবি জানান তারা।