ওয়ারিয়র্স অব জুলাই : দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৭ এপ্রিল রাত ৮ ঘটিকার সময় ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে মশাল মিছিল হয়েছে। মিছিলটি জেলা স্কুলের গেট থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় প্রদহ্মিন করে লিলি মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দানের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন আহ্বায়ক ফরহাদ হোসাইন, সংগঠক আসাদুজ্জামান নূর, মুখপাত্র মিষ্টি, সদস্য সচিব ফয়সাল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। উক্ত মিছিলে সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
উক্ত সমাবেশে একজন সংগঠক আসাদুজ্জামান নূর বলেছেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে কিন্তু জাতিসংঘ নির্বাক হয়ে আছে। আমাদের সাধারণ জনগণকে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হবে। সবাই আমরা ইসরাইলের পণ্য বয়কট করি। তাহলে ইসরাইল চাপের মুখে পড়বে।
পুরো মিছিলটি ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে, স্লোগান ছিল ইসরাইলের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা ইসরাইলের পণ্য বয়কট করি। সকলে মুসলমানদের প্বার্শে দাঁড়াই। এটি মুসলমান হিসেবে আমাদের ঈমানী দায়িত্ব।