আজ ২৬ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে বিভিন্ন পরীক্ষার সেন্টারে এইচ.এস.সি পরীক্ষা শুরু হয়েছে।
এবছর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লক্ষ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে ছাত্র ৫১ হাজার ৬০৪ জন, ছাত্রী ৫৬ হাজার ১৬৪ জন। মোট ২১৩ টি কেন্দ্র ৬৬৪ টি কলেজ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এবছর পরীক্ষার পরিবেশ অনেক সুষ্ঠ আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন অবনতি হয়নি। গত বছরের চেয়ে ছাত্র-ছাত্রী একটু কমেছে। তিনি দিনাজপুর আদর্শ কলেজ পরিদর্শন কালে এ কথা জানিয়েছেন।