দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুর উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড গোড়খাই গ্রামের জনাব আলী ( ৫২) নামের এক মুদি দোকানদার গত শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ স্বয়ন ঘরে বিষপান করে আত্বহত্যা করেছে।

তিনি ওই গ্রামের মৃত মোবারক আলী ছেলে। ‎স্থানীয় সুত্রে জানা গেছে, জনাব আলী নিজ বশতবাড়ীর সহিত মুদি দোকানদারী করতেন। ‎তিনি ৪ মাস পূর্বে স্টক করে রাজশাহী ইসলামী হাসপাতালের আইসিউতে ভর্তি ছিল। তারপর ভিক্টিমের ডান সাইড অবশ হয়ে যায়। এরপর থেকে প্রায় তার বুকে প্রচন্ড ব্যাথা করতো। বুকের ব্যাথা সহ্য করতে না পেরে গত শুক্রবার বিকালে সকলের অগোচরে ঘরে থাকা ঘাস মারা বিষ পান করে আত্বহত্যা করে। পরে ভিকটিমের স্ত্রী, ছেলে ও মেয়ে বাড়িতে আসিয়া দেখেন ভিকটিম মৃত অবস্থায় তার স্বয়ন ঘরের মেঝেতে পড়ে আছে। ‎ ‎এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কেউ বাদী না থাকায় লাশ দাফনের জন্য অনুমিত দেয়া হয়।