শনিবার সকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে কামিল মাদ্রসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডেল থানার সামনে এসে শেষ হয়।পরে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ৪ দফার দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা।

শনিবার সকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে কামিল মাদ্রসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডেল থানার সামনে এসে শেষ হয়।পরে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ছাত্র আন্দোলনকারী মোঃ সোহেল রানা, সৌরভ হাসান, আব্দুল্লাহ আল মুইদ, নিশাদ হাসান,মোছাঃ মেঘলা খাতুন ও শাহ নাসরুল্লাহ   বক্তব্য রাখেন।অনুষ্ঠিত সমাবেশে বক্তারা শেখ হাসিনার বিচারসহ অন্তরর্ভতীকালিন সরকারের নিকট ৪দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানান।সেই সাথে অন্য কোন শক্তি  যাতে পরিস্থিতি অস্থিতিশীল তৈরী করতে না পারে সেজন্য সকল ছাত্র সমাজকে সজাগ থাকার আহবান জানান তারা।