আর্ত মানবতার সেবায় নিয়োজিত ফতেহাবাদ ইসলামী ফাউন্ডেশন। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি বন্যা কবলিত দেবিদ্বারের লোকজনের পাশে থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকার ত্র্যাণ সামগ্রী ও একটি নৌকা দিয়ে ভানবাসি লোকজনদের সহায়তার মধ্য দিয়ে ফাউন্ডেশনটি যাত্রা শুরু করেছিল। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (০৭ মার্চ) সকাল ৯ ঘটিকায় ফতেহাবাদ ইসলামি ফাউন্ডেশনের কার্যালয় সংলগ্ন স্হানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার পর এলাকার অসহায় দুঃস্হ এক শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহাবাদ ইসলামি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী নাফিজ আহমদ
ফতেহাবাদ ইসলামী ফাউন্ডেশন এর সভাপতি তরুণ সমাজসেবক ও ঢাকার বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান সোহেল এর সভাপতিত্বে মর্নিং পোস্ট কুমিল্লার প্রতিনিধি সাংবাদিক আল আমিন মাস্টারের সঞ্চালনায়, হযরত মাওলানা আমির হোসেন বিপ্লবী সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার সামগ্রী বিতরণের কাজ শুরু হয়।
এ সময় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ফতেহাবাদ ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সিনিয়র উপদেষ্টা মোঃ আমির খান, সহ-সভাপতি সুজন আহমদ মাস্টার, প্রধান পৃষ্ঠপোষক মোঃ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন,গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনিছুর রহমান সোহেল তার বক্তব্যে বলেন, ফাউন্ডেশন টি প্রতিষ্ঠার পর থেকে ফতেহাবাদ সুবিল সহ আশেপাশে গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে সহায়তা করে আসছেন আগামীতে আরো ভালো আয়োজনে আর্থিক সহায়তার কাজ অব্যাহত থাকবে। প্রতিটি মানবিক কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করা হবে।ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলা ও প্রতিবেশীর হক আদায়ের প্রতি ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ১কেজি খাজুর, ১কেজি মুড়ি, ১কেজি ডাল, ১কেজি ছোলা, ১কেজি চিনি, ১কেজি তেল ১কেজি পেযাজ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ফতেহাবাদ বাজার মসজিদের খতিব হযরত মাওলানা মুজিবুর রহমান।