দেবিদ্বার ফতেহাবাদ ও এগারো গ্রাম বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণাধীন দুইটি দোকান ভেঙ্গে দিয়েছে দেবিদ্বার উপজেলা প্রশাসন

দেবিদ্বার  ফতেহাবাদ ও এগারো গ্রাম বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণাধীন দুইটি দোকান ভেঙ্গে দিয়েছে দেবিদ্বার উপজেলা প্রশাসন। ( ০৮মার্চ ) শনিবার বেলা ২ ঘটিকার সময় দেবিদ্বার উপজেলা এসিল্যান্ড জনাব মোঃ রায়হানুল ইসলাম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।  বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে সড়ক বাজার রাস্তার পূর্বপাশে সরকারি খালের উপর লিয়াকত আলীর পরিবার দীর্ঘদিন যাবত ঘর নির্মাণের পরিকল্পনা করে আসছে। সেই মোতাবেক ঘর নির্মাণের কাজ শুরু করে। স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির স্যার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে  নির্মাণ কাজে বাধাপ্রদান করলে ও কোন কর্ণপাত না করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার কারণে আজ এই অভিযানের মাধ্যমে নির্মাণাধীন ঘরটি ভেঙে ফেলার নির্দেশ দেন।  এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে এসিল্যান্ড স্যার বলেন এটা সরকারী জায়গা। এখানে কেউ কোন প্রকার স্থাপনা  তৈরি করতে পারবেন না। যদি করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  পরে একই অভিযানের অংশ হিসাবে এগারো গ্রাম সড়ক বাজারের দক্ষিণ পাশে সরকারি খালের উপর অবৈধভাবে নির্মাণাধীন  আরেকটি ঘর ভেঙে দেন। নির্মাণাধীন ঘরটির নির্মাণ কাজের দায়িত্বে থাকা মোঃ হুমায়ুন সরকার জানান জায়গার মালিক তার শশুড়। তাদের এই জায়গার মালিকানাধীন সকল প্রকার কাগজ পত্র রয়েছে। ঘর নির্মাণ না করার জন্য আগে  থেকে কোন প্রকার নোটিশ তারা পায়নি।