নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ধামইরহাট ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএসডিও) অর্গানাইজেশনের আয়োজনে

স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে (অর্ধ-বার্ষিক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচিত নারী প্রতিনিধি নিয়ে মতবিনিময় সভাটি উদ্বোধন করেন। 


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারী উন্নয়ন ফোরাম পুনর্গঠন, নারীদের সংগঠন পরিচালনার জন্য আর্থিক যোগান বৃদ্ধি এবং নারী উন্নয়ন ফোরামকে শক্তিশালী করণসহ বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় করা হয়।


ইউএনও জেসমিন আক্তার বলেন, "নারীরা যেনো নিজেদের পায়ে দাঁড়াতে পারেন এ কারণে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থান তৈরি করতে হবে। এক্ষেত্রে নারীদের বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।"


এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা তথ্য অফিসার ইসকিতা আফরিন, উপজেলা শাখা ইএসডিওর প্রকল্প ব্যাবস্থাপক পজিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীরা।