ঢাকার ধামরাইয়ে যুব সমাজকে মাদক মুক্ত রাখতে আরাফাত রহমান (কোকো) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১-০৭-২৫) ইং ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ডু খেলার মাঠে স্থানীয় ব্যবসায়ী বনাম অটো চালকদের নিয়ে আরাফাত রহমান (কোকো) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, বলেন খেলাদোলা হলো যুব সমাজ কে খারাপ কাজ থেকে দুরে রাখে, আমারা মাদক মুক্ত সমাজ চাই তাই আপনারা যে আজকে প্রায়ত নেতা আরাফাত রহমান (কোকো) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন এ টা নিতান্তই একটা ভালো কাজ, আপনাদের প্রতিটি ভালো কাজে আমি অভি সবসময় আছি থাকবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, ধামরাই থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ ও ধামরাই পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুম আহমেদ মাসুম,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশি শিক্ষাবিদ ও সমাজ সেবক মোঃ সামাদ মাষ্টার,
খেলার সার্বিক তত্তাবধানে ছিলেন কুল্লা ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম।