ঢাকার ধামরাইয়ে তারুণ্যের উৎসব তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ’শ্লোগানকে সামনে রেখে ধামরাই তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।

ঢাকার ধামরাইয়ে তারুণ্যের উৎসব তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ’শ্লোগানকে সামনে রেখে ধামরাই তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। 
আজ ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগীতায় ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। উপজেলা পর্যায়ে প্রথম এ আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্ম হওয়ার আহবান জানান এবং এ খেলার চর্চার উপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুন আহমেদ অনীক। তিনি আরো বলে  ৪৯০ খৃষ্ট পূর্বাব্দে গ্রীক সৈনিক ফেইডিপ্পিড্সে কর্তৃক ম্যারাথনের যুদ্ধ জয়ের সংবাদ বহন করে একটানা দৌড়ে এতেন্স নগরে নিয়ে এসেছিলেন।ম্যারাথনের যুদ্ধকে স্মরণীয় করে রাখতেই এ দৌড়ের নামকরণ করা হয়েছে ম্যারাথন দৌড়। ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক ক্রীড়ায় ম্যারাথন খেলা শুরু থেকেই প্রচলন করা হয়। এ ধরনের আয়োজন খেলোয়াড় মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তারুণ্যদ্বীপ্ত ম্যারাথন খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসব মূখর হয়ে উঠেছে ধামরাই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার,ক্রেস,সম্মানী এবং সাটিফিকেট তুলেদেন ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মামুনুন আহমেদ অনীক। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসলাম আল আজীম,উপজেলা রিসোর্স সেন্টার ইউআরসির উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুন, ফুট ব্যালেন্স  টেকনোলজি বাংলাদেশ এর ম্যানেজার আক্তার হোসেন রানা,ধামরাই নিরাপদ সড়ক চাই এর সভাপতি এম নাহিদ মিয়া ও রায়হান মাহমুদ  ছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ইউনিয়ন প্রশাসক,শিক্ষক, সরকারি কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক ও  সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।