ঢাকার ধামরাইয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। 
আজ (০৫-০২-২৫) বুধবার সকাৱ ১০ টা সময় ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুল আহমেদ অনিক। 
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) সাফ্ফাত আরা সাঈদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামছুল ইসলাম, ধামরাই থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সহ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তারা। 
উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা ছাত্রছাত্রীরা স্ব স্ব প্রতিষ্ঠানে ব্যনারে নিজেদের প্রযুক্তি তুলে ধরেন, এতে অংশগ্রহণ করেন ৩০ স্ট্রল। উদ্বোধন শষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুল আহমেদ অনিক প্রতিটি স্ট্রল ঘোরে দেখেন।