ঢাকার ধামরাইয়ে অবেধ ইটের ভাটা বন্ধে দুইটি ইটভাটায় মোবাইল পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় দুটি ইটভাটা কে ২২লক্ষ টাকা জরিমানা করা হয়।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।
মোবাইল কোর্টে প্রিয়াঙ্কা ব্রিকস (PBC) এর পরিবেশগত ছাড়পত্র না থাকায় ১০ লক্ষ টাকা ও ধামরাই ব্রিকস (DBC) ভাটায় পরিবেশগত ছাড়পত্র ও ডিসি লাইসেন্স না থাকায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বলেন,হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে এ মোবাইল কোর্টের পরিচালনা করা হয়। অনুমিত বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।