১৯৭৯ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ধামইরহাট উপজেলায় সকাল ১০ টায় কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা জনাব সামসুজ্জোহা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী জনাবা সামিনা পারভিন পলি, এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন, সাবেক আহ্বায়ক রুবেল হোসেন রতন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের আহ্বায়ক জনাব আলতাফ হোসেন সহ আরও অনেকে। এতে প্রধান অতিথির বক্তব্যে জনাব সামসুজ্জোহা খান বলেন আগামীর বাংলাদেশ বিনির্মানে ছাত্রদল সবচেয়ে অগ্রনী ভূমিকা রাখবে, অতীতে রেখেছে বর্তমানে রাখছে। বিশেষ অতিথির বক্তব্যে নওগাঁ জেলা দলের সভানেত্রী বলেন ঐক্যবদ্ধ ছাত্রদল যেকোনো স্বৈরাচারের বিরুদ্ধে ইস্পাত কঠিন দৃঢ়তায় টিকে ছিল, আছে এবং থাকবে। এসময়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছাসের সহিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় উপস্হিত ছিলেন।