নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

 যথাযথ আচার মেনে  অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সকাল ৭টা থেকে শুরু  হয়। ঘন  কুয়াশার মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ নানা বয়সের মানুষ সমবেত হতে থাকেন অস্থায়ী মন্দিরে। 

প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক জনাব সুমন কুমার দাস বলেন- অনেক শিশু আজকের দিনে মন্ডপে গিয়ে শিক্ষা জীবনের হাতে খড়ি নেন। নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফুর রহমান বলেন, সরস্বতী পূজার যে শিক্ষা,  সেই শিক্ষা ধারন করে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাবে আজকের দিনে আমি এই প্রত্যাশা করি। শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের উন্নতি ও অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা জীবনের উন্নতি কামনা করে দেবীর কাছে বর প্রার্থনা করেন। পুষ্প অঞ্জলি গ্রহণ, প্রসাদ বিতরণের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।