বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ১০ দফা আন্দোলনের কর্মসূচী ঘোষণার পর থেকে সরকার ভীত হয়ে খুলনাসহ সারাদেশে জামায়াত-শিবিরের নেতা কর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।

আমরা লক্ষ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে ষড়যন্ত্রমূলক একটি মামলায় একের পর এক রিমান্ডে নেয়া হচ্ছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করে এ চলমান আন্দোলন দমন করা যাবে না। গণআন্দোলনের মুখে এ সরকারের পতন হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। জনগণের নায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। কেন্দ্র ঘোষিত ১০ দফা আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখার উদ্যোগে আজ নগরীতে গল্লামারী প্রধান সড়কে এক গণমিছিলের আয়োজন করা হয়।

গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও মাওলানা কবিরুল ইসলাম, খুলনা মহানগরী সেক্রেটারী এ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, খুলনা জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা সহকারী সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম, এ্যাডঃ মুস্তাফিজুর রহমান, খুলনা মহানগরী সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা সদর থানা আমীর শেখ আবু রাইসা ।

এবং  সোনাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুল ইসলাম, খালিশপুর থানা আমীর অধ্যাপক ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর মোঃ ফোরকান উদ্দীন মিঠু, হরিনটানা থানা আমীর মোঃ আব্দুল গফুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী সভাপতি মোঃ জাহিদুর রহমান নাঈম, খুলনা মহানগরী সেক্রেটারী তৌহিদুর রহমান, জেলা সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, সেক্রেটারী, বেলাল হোসেন প্রমূখ।