ঝালকাঠি র নলছিটি উপজেলার পৌরসভার কৃষাণী মাহমুদা,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও প্রদর্শনী নিয়ে ২০ শতক জমিতে পিয়াজ আবাদ শুরু করেন, নিবিড় পরিচর্যা ও অক্লান্ত চেষ্টায় ১০ মণ পিয়াজ ঘরে তুলেছেন মাহমুদা বেগম।

ঝালকাঠি র নলছিটি উপজেলার পৌরসভার কৃষাণী মাহমুদা,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও প্রদর্শনী নিয়ে ২০ শতক জমিতে পিয়াজ আবাদ শুরু করেন, নিবিড় পরিচর্যা ও অক্লান্ত চেষ্টায় ১০ মণ পিয়াজ ঘরে তুলেছেন মাহমুদা বেগম।

কৃষাণী মাহমুদা বেগম বলেন, মসলা জাতীয় প্রদর্শনী পিয়াজ চাষে আমি এবছর ভালো ফলন পেয়েছি।নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে সহযোগী দেয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

অএ ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোঃ লুৎফর রহমান বলেন,আমরা কৃষাণী মাহমুদাকে বীজ ও সার এবং আন্তপরিচর্যার জন্য নগদ অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাশে থেকেছি। আমরা আশা করি আগামীতে আরো বেশি পিয়াজের আবাদ বেড়ে যাবে।

মাঠ ঘুরে দেখা যায় এই উপজেলায় কৃষি কাজে  নারীদের ভুমিকা কম, এরমধ্যে নারী উদ্যোগক্তার পিয়াজ চাষে সফল হওয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন মাহমুদা বেগম।