সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতেও প্রচন্ড রোদ আর তাপ দাহে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। তাই বৃষ্টির চেয়ে মহান আল্লাহরদরবারে দুই রাকাত ইস্তেখার নামাজ আদায় করেছে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসল্লিরা।

সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতেও প্রচন্ড রোদ আর তাপ দাহে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। তাই বৃষ্টির চেয়ে মহান আল্লাহরদরবারে দুই রাকাত ইস্তেখার নামাজ আদায় করেছে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক কাশিপুর ইউনিয়নের গংগাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধিক ও ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি ঈদগাহ মাঠে তিন শতাধিক ধর্মপ্রান মুসল্লী সমবেত হয়ে এ বিশেষ নামাজে আদায় করেন।

ইস্তিসকার নামাজের সময় মুসল্লীরা পড়নের পাঞ্জাবি ও টুপি উল্টো করে পড়েন এবং হাত উল্টো করে মোনাজাত করেন। প্রখর রোদ্রের মধ্যে মোনাজাতে  কান্না জড়িত কন্ঠে তারা ক্ষমা প্রার্থনা করে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের নিমিত্তে রাব্বুল আলামীনের নিকট বৃষ্টির জন্য ফরিয়াদ জানান।

নামাজ শেষে মুসল্লিরা জানান, আজ বৃষ্টির জন্য দু’রাকাত সালাতুল ইস্তিসকা নামাজ আদায়ের পর মোনাজাত করা হয়েছে। এটি একটি সুন্নতি আমল। এ নামাজে প্রচন্ড খরা থেকে ফসল ও মানুষের স্বস্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য দোয়া করা হয়।