খবর পেয়ে, পুলিশ এসে নাজমুন নাহার গৃহবধূর হাত-পা বাধা লাশ উদ্ধার করে।নাজমুন নাহারের ফুফাতো ভাই জাকির হোসেন বলেন- ঐ নারীর স্বামী মোঃ নুরুজ্জামান সৌদি আরব প্রবাসী এবং দুই মেয়ে স্বামীর বাসায় থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন।তাকে হত্যার পর দুর্বৃত্তরা ঘরের থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান মালামাল লুট করেছে। তবে কী পরিমাণ জিনিসপত্র নিয়েছে তা এখনো জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগন্ঞ্জ ইউনিয়নের মিয়া বাড়ী এলাকার নুরু মাস্টার বাড়ীতে এই ঘটনা ঘটেছিল। গত মঙ্গলবার বাড়ির আশেপাশের লোকজন ঐ নারীর কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দিয়েছিল।

খবর পেয়ে, পুলিশ এসে নাজমুন নাহার গৃহবধূর হাত-পা বাধা লাশ উদ্ধার করে।নাজমুন নাহারের ফুফাতো ভাই জাকির হোসেন বলেন- ঐ নারীর স্বামী মোঃ নুরুজ্জামান সৌদি আরব প্রবাসী এবং দুই মেয়ে স্বামীর বাসায় থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন।তাকে হত্যার পর দুর্বৃত্তরা ঘরের থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান মালামাল লুট করেছে। তবে কী পরিমাণ জিনিসপত্র নিয়েছে তা এখনো জানা যায়নি। 

তবে ঘরের ভেন্টিলেটর ভাঙ্গা পাওয়া অনুমান করা হচ্ছে যে, ঘরের পাশে থাকা আমড়া গাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙ্গে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল। খবর পাওয়া মাত্রই, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা নিহতের স্বজনসহ প্রতিবেশীদের সাথে কথা বলেন।

ওসি সাহেব আরও বলেন, নাজমুন নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।