নাটোরের বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি টুর্নামেন্ট। খেলায় অংশ নেয় দুই ঐতিহ্যবাহী দল—যুবদল বনাম ছাত্রদল।


টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা যুবদল এবং মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি। বিশেষ সৌজন্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজের আলী। খেলাটির সঞ্চালনা করেন মোহাম্মদ হৃদয় আহমেদ এবং রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাদ্দাম হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন যুবদল নেতা রিপন।

খেলার মাঠে দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকরা উপভোগ করেন এক অনন্য ফুটবল আসর। অতিথিরা বলেন—খেলার মাধ্যমে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও ঐক্য দৃঢ় হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বালিয়াডাঙ্গা গ্রামের কৃতি সন্তান মোঃ লিটন এবং মোঃ আলী আকবর প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন হাফিজ উদ্দিন হাফিজ।

উত্তেজনাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত বিজয়ী হয় ছাত্রদল। বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অন্যদিকে খেলায় পরাজিত হলেও অনন্য পারফরম্যান্সের জন্য যুবদলকেও সম্মাননা প্রদান করা হয় এবং তাদের হাতেও পুরস্কার তুলে দেন অতিথিরা।

খেলাকে ঘিরে বালিয়াডাঙ্গা গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ফুটবলপ্রেমী দর্শকদের প্রাণচাঞ্চল্য ও খেলোয়াড়দের আন্তরিক অংশগ্রহণে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হয়।