নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউসিসিএ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউসিসিএ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। 
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বঙ্গজ্জল এলাকায় ইউসিসিএ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও নবাব সিরাজউদ্দৌলা কলেজের সাবেক ভিপি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, ইসতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।