নারী সংস্কার কমিশনের যথাযত অগ্রগতিই নারীর সঠিক মর্যাদা দিতে পারে বলে মনে করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান।
তিনি আজ সোনাইমুড়ীর অম্বরনগর ইউনিয়নে নিজের বাড়িতে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের নেত্রীবৃন্দের সাথে মত বিনিময় সভা এ কথা বলেন।
তিনি আরো বলেন, নারী ক্ষমতায়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৪৫ বছর আগেই কাজ শুরু করেছেন। বেগম জিয়ার হাত ধরেই নারী উন্নয়ন শুরু হয়েছে। গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার নারী উন্নয়নকে ব্যাহত করেছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে নারীদের সম্মান পেরিয়ে দেওয়া, নারীদের স্বাস্থ্য খাত, নারীদের নেতৃত্ব দেওয়া, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সহ নারী উন্নয়নে কাজ করবে।
নোয়াখালী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সেনবাগ উপজেলা মহিলা দলের সদস্য সচিব মনোয়ারা বেগম (মনি) এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হক। সোনাইমুড়ী উপজেলা বিএনপি যুগ্নআহবায়ক সাইফুল্ল্যাহ মাসুদ।
নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি
তাসলিমা আক্তার লিমা। সেনবাগ উপজেলার সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ জুলেট এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নারী নেত্রী ও মহিলাদলের নারী কর্মীরা।
আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।