বাগেরহাটের মোল্লাহাটে "নাহিন ডায়াগনস্টিক সেন্টার" এর সত্বাধিকারী নাহিন আক্তারের বিরুদ্ধে ত্রিশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আসলাম মিয়া নামে এক ব্যক্তি। রবিবার (০৯) মার্চ সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলাধীন কাহালপুর গ্রামের মোঃ আসলাম মিয়া বলেন, গত ২০২৩ সালে যৌথ মালিকানায় নাহিন ডায়াগনস্টিক সেন্টার করতে তার কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা নেন গাড়ফা গ্রামের কদর আলী মোল্লার স্ত্রী নাহিন আক্তার। পরবর্তীতে কৌশলে একার নামে ডায়াগনস্টিক সেন্টার করেন নাহিন। এরপর ব্যাবসার ভাগ চাইলে তার নিজ নামের প্রতিষ্ঠানের থেকে আসলামকে কোন ব্যাবসার ভাগ দিতে অস্বীকৃতি জানান। এরপর অনেক অনুরোধের পর লভ্যাংশ হতে এক লাখ বিরাশি হাজার টাকার চেক দেয়া হয়। সোনালী ব্যাংকের উক্ত চেকের টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক হিসাব শুন্য থাকায় চেক ডিজঅনার করে আদালতে মামলা দেয়া হয়। উক্ত মামলা দেয়ার পর থেকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ জীবন নাশের হুমকি দিচ্ছেন বলেও নাহিনের বিরুদ্ধে অভিযোগ করেন আসলাম।  আসলাম আরও বলেন, এর আগে এনজিও করার কথা বলে তার পাঁচ লক্ষ টাকা নেন নাহিন। পরবর্তীতে এনজিও করা হচ্ছে না জানিয়ে অন্য ব্যাবসা করার কথা বলে। অর্থ আত্মসাতের অভিযোগ তুলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মোঃ আসলা