নেত্রকোনা জেলা পুলিশের এপ্রিল ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান।
রবিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, ওসি কামরুল হাসানের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
২০২৫ সালের এপ্রিল মাসে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর প্রশংসনীয় ভূমিকাও সভায় আলোচিত হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে ওসি কামরুল হাসান বলেন, জনগণের সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি। এই ধরনের স্বীকৃতি কাজের প্রতি অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেয়।
তিনি জেলা পুলিশ সুপার এবং থানা পুলিশের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও পুলিশ বিভাগের ভাবমূর্তি উন্নত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।