নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রী হলে ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধারের নামে পুরুষ স্টাফ দিয়ে ছাত্রীদের রুম তল্লাশির অভিযোগে গভীর রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় হলে অবস্থানরত শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। এর আগে সন্ধ্যায় হলে ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধার অভিযানে অনুমতি ছাড়াই ছাত্রীদের রুমে প্রবেশ করে হল প্রশাসনের কয়েকজন পুরুষ স্টাফ। এতে হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।
হলে অবস্থানরত একাধিক ছাত্রী অভিযোগ করে জানান, হঠাৎ কিছু পুরুষ স্টাফ ফ্লোরে উঠে আসেন। অনেকেই ওড়না নিতেও সময় পাননি, যা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর ও আতঙ্কের ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘আমি তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ নক না করেই ম্যাডাম ও মহিলা স্টাফের সঙ্গে দুজন পুরুষ স্টাফ রুমে ঢুকে পড়েন। আমরা খুবই অপ্রস্তুত ছিলাম।’
আরেক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চেকিংয়ের সময় অফিসের ছেলে, ডাইনিংয়ের মামা এমনকি কয়েকজন স্যার পর্যন্ত রুমে ঢুকে পড়েন। আমি চেষ্টা করি পর্দা মেনে চলতে, কিন্তু এই ঘটনায় আমরা খুবই লজ্জিত ও অপমানিত বোধ করেছি।’
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ জানান, ‘মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে কোনো পুরুষ স্টাফ যাওয়ার নিয়ম নেই। ম্যাডামদের সঙ্গেই তারা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’