৫২’র ভাষা আন্দোলনের অমর শহীদ, ৭১’র মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের প্রতি শহীদ মিনারে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি)।

আজ বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী ফুয়াদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি: মো. হোসাইন, দপ্তর সম্পাদক: আব্দুল আহাদ, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: আসিফ ইকবাল সজিব, কার্যনির্বাহী সদস্য: নুরুন নবী, তানভীর আহমেদ তানিম, সাধারণ সদস্য: মিশতাক হাসান মাফি, মো: তারিকুর রহমান রিজওয়ান , সানি ও সজীব উপস্থিত ছিলেন।

এ সময় নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী ফুয়াদ বলেন,
“ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থান—এই তিনটি অধ্যায় আমাদের জাতিসত্তার ভিত্তি। শহীদদের আত্মত্যাগ স্মরণ করেই আমরা গণমানুষের পক্ষে কলম ধরার অঙ্গীকার করছি।”
রিপোর্টার্স ইউনিটি বিশ্বাস করে, ইতিহাসকে ধারণ করেই ভবিষ্যৎ গড়া সম্ভব, আর সে ইতিহাসের অন্যতম স্তম্ভ হলো শহীদদের রক্তে লেখা আত্মত্যাগের মহাকাব্য।

সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন,
“নবপ্রজন্মের সাংবাদিক হিসেবে শহীদদের আদর্শ ধারণ করে আমরা অন্যায়, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলব। তাদের আত্মত্যাগ আমাদের প্রতিদিনের প্রেরণা।”