সাংবাদিকতা নীতিমালা, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে “প্রতিদিন আমার সংবাদ এর প্রতিনিধি সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্স এর স্টেক ভেলীতে পত্রিকাটির বার্তা সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় দিনব্যাপী এ সম্মেলনে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সকল উপজেলা থেকে প্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রতিদিন আমার সংবাদ পত্রিকার সম্পাদক আশরাফ সিদ্দিকী বাবু বলেন আমরা শুধু সংবাদ পরিবেশন করি না, বরং সমাজ গঠনে দায়বদ্ধ একটি ভূমিকা পালন করি। আমাদের প্রতিনিধিরা দেশের প্রতিটি জায়গা থেকে সত্য ও নিরপেক্ষ সংবাদ তুলে আনছেন, যার জন্য আমরা গর্বিত।
সম্মেলনে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর নোয়াখালী জেলা সংবাদদাতা মনিরুজ্জামান চৌধুরী,
দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি নাসির উদ্দিন মাহমুদ বাদল, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, সাংবাদিক গোলাম মহি উদ্দিন নসু, বাংলা টিভি জেলা প্রতিনিধি ইয়াকুব নবী ইমন৷
উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার বেগমগঞ্জ উপজেলা সংবাদদাতা সাইফুল ইসলাম। সাংবাদিক আলাউদ্দিন, মো.হুমায়ুন কবির প্রমূখ৷
বক্তারা বলেন, বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকের চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে প্রতিনিধিদের অনলাইন সংবাদ তৈরি ও পাঠক-প্রতিক্রিয়া বোঝার ক্ষেত্রে আরও দক্ষ হতে হবে। এক্ষেত্রে আজকের এই প্রতিনিধি সম্মেলন গুরুত্বপূর্ণ রাখতে পারবে।
সম্মেলনে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি, সাংবাদিক, সম্পাদক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেছেন। সম্মেলনে পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা, সংবাদ পরিবেশনের নৈতিকতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, এবং পাঠকদের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।