নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজ স্ত্রীকে ফিরে পেতে ও ব্যবসায় ক্ষতি পূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলার দেওটি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের কামাল হোসেন

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজ স্ত্রীকে ফিরে পেতে ও ব্যবসায় ক্ষতি পূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলার দেওটি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের কামাল হোসেন।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে সোনাইমুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কামাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমি ২০১১ সালে চাটখিল উপজেলার নাহারখিল গ্রামের পাটোয়ারী বাড়ির আবুল বাশারের মেয়ে রুমানা আক্তার হিমুকে বিবাহ করি। পরবর্তীতে হিমুর বাবা অপহরণ মামলা করে ডিবি পুলিশ দিয়ে আমাকে গ্রেফতার করায়। তখন ২ বছর জেল খাটতে হয় আমাকে। ৫ আগস্ট পরবর্তী সময়ে অপহরণের মিথ্যা মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছি।
ঐ সময় আমাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি। আবুল বাশার তার মেয়ে হিমুকে অন্যত্র বিয়ে দেয়। পাশাপাশি কড়িহাটি বাজারে আমার মোটরসাইকেল ওয়ার্কশপ থেকে মোটরসাইকেল ও অন্যান্য যন্ত্রাংশ লুট করা হয়। বিদেশ যাত্রায় বাধা ও অন্যান্য হয়রানিমূলক কর্মকাণ্ডে আমার প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ সময় তিনি আরো বলেন, আমার স্ত্রীর রুমানা আক্তার হিমুকে অন্যত্র বিয়ে দেওয়ায় আইনি নোটিশ পাঠিয়েছি। যার কারণে বর্তমানে আমার শ্বশুর আবুল বাশার বিভিন্নভাবে আমার বিরুদ্ধে  অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।