প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত পঞ্চগড়ের বোদায় ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ প্রদানে, বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে

প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত পঞ্চগড়ের বোদায় ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ প্রদানে, বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান মো. জুলকার নাইন কবির স্টিভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার (১৯ মে) এই বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের  ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহরিয়ার নজির, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় শিক্ষানুরাগী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এলাকার অসহায়, দরিদ্র ও শ্রমজীবি মানুষের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এর একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। এই বিদ্যালয়ে শ্রমজীবি, রিক্সা-ভ্যানচালক, ইট ভাটার শ্রমিক, নিম্ন আয়ের মানুষদের ঝরে পরা শিশুরা এবং পিতা-মাতার সঙ্গে কাজে যোগান দেওয়া নিরক্ষর শিশুদের সরকারি  খরচে দুই শিফটে পাঠদান করা হবে। এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত শিক্ষা প্রদান করা হবে। এরপর ওই শিশু শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায়ে ভর্তির সুযোগ করে দেওয়া হবে। সরকারি প্রাপ্ত বরাদ্দ, বোদা উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ও স্থানীয় শিক্ষানুরাগীদের সহায়তায় উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে।