পঞ্চগড়ে নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় জেলা সদরের জমিরন নেছা দাখিল মাদ্রাসার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। নেট্জ বাংলাদেশ এবং বিএমজেড’র নারীর অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এটিএম আমির উল্ল্যাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির সিএসও সদস্য ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, এমকেপি’র যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, মাঠ সমন্বয়কারী সবুরা বেগম, শেফালী আক্তার, সুইটি আক্তার, গোলাম রব্বানী, জেলা সিএসও সদস্য আব্দুর রশিদ প্রমূখ। সভায় যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায় জানান, আগামী জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। তবে প্রকল্প শেষ হলেও জেলা সিএসও সদস্যরা স্ব উদ্যোগে নারী ও শিশুর অধিকার, মানবাধিকার, সহিংসতা প্রতিরোধে কাজ করে যাবে। এতে করে প্রকল্পের সুফল পাবে জেলার সুবিধাবঞ্চিত মানুষরা। #