চট্টগ্রাম পটিয়ায় ২০২৩-২৪ অর্থবছরের আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ বিভাগ পটিয়া উপজেলা কৃষি অফিস আয়োজনে আজ বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশবীজও সার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলাউদ্দিন ভূঁইয়া জনি'র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ পটিয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র জনাব আইযুব বাবুল, পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান।
অন্যান্যদের মধ্যে পটিয়ার ১৭ ইউনিয়নে কর্মরত কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন মাঠ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।আজকের অনুষ্ঠানে পটিয়ার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার প্রায় পাচঁ শতাধিক কৃষকদের মাঝে সরকারি ভাবে বিনামূল্যে ২৫ কেজি করে আউশবীজও সার বিতরণ করা হয়।