পটুয়াখালীর মির্জাগঞ্জ মহা সড়ক মরন ফাদ ওভারলোড ট্রাক চলাচলের জন্য জরিমানা সড়ক আইন লংঘনের দায়ে।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মহা সড়কের দিন দিন অবস্থা বেহাল গর্ত গাড়া হয়ে ছোট পরিবহন সহ জরুরি সেবার পরিবহন গুলোর সমস্যা সৃষ্টি ও দূর্ঘটনার আশংকা ভোগান্তিতে সাধারণ জনগন। ১৫ ডিসেম্বর ( রবিবার)  সকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর দুই ধারা লংঘন এর দায়ে ৯০ ধারা শাস্তির ধরন  এর জরিমানা ৫০০০ হাজার টাকা করে। মামলা নং ৯৩/২৪  প্রসিকিউটর মোঃ জহিরুল ইসলাম ( এস আই) দোষী ব্যাক্তি জুয়েল পিতা: ফরিদ  ঠিকানা : পাবনা।মামলা বিচার কারি অফিসার তন্ময় হালদার। ভুমি মির্জাগঞ্জ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জাগঞ্জ, পটুয়াখালী।মির্জাগঞ্জ মহাসড়ক দিয়ে গভীর রাতে ওভার লোট দিয়ে ট্রাক চলাচল করে। এতে এই মহা সড়ক পরিনত হয়েছে মরন ফাদ প্রতিদিন ছোটো বড় মিলিয়ে শুনা যায় দূর্ঘটনার খবর। সু দৃষ্টি চায় প্রশাসনের এলাকাবাসী।