বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

শুক্রবার (১১জুলাই) দুপুর ১১টায় জাফলংয়ের বিজিবি ক্যাম্পে বিডি ক্লিন, পরিবেশ, স্মাইল প্রজেক্ট, শেভ্রন বাংলাদেশ, লাফার্জহোলসিম ও বৃহত্তর জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি অনুষ্ঠানের আয়োজন করে। 

পরে পর্যটন কেন্দ্রের চারপাশে ফেলা যত্রতত্র প্লাস্টিক, চিপসের প্যাকেটসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় স্পট পরিষ্কার করার পাশাপাশি সমাজে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন তারা।

পরিষ্কার পরিচ্ছন্নতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক মো.আফজারুল ইসলাম, সিলেট জেলা সহকারী পরিচালক মো.বদরুল হুদা, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ বিনয় ভূষণ রায়, স্মাইল প্রজেক্ট সুইস কন্টাক্ট প্রোগ্রাম ম্যানেজার আনিকা নূর, শেভ্রন উপদেষ্টা, ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স এম.এইচ.জে. ফেরদৌস, কান্ট্রি এনভায়রনমেন্ট ম্যানেজার হেলথ লাফার্জহোলসিম মোহাম্মদ মহিউদ্দিন, বিডি ক্লিনের সিলেট জেলা সমন্বয়ক মিজানুর রহমান, সিলেট বিভাগীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম রেজু, আঞ্চলিক সমন্বয়ক তারিকুজ্জামান তুহা, বৃহত্তর জাফলং পর্যটন কেন্দ্র ব্যাবসী সমিতির উপদেষ্টা মো. ওমর ফারুক, ইলিয়াছ উদ্দিন লিপু, খায়রুল ইসলাম, শহিদ মিয়া, বৃহত্তর জাফলং পর্যটন কেন্দ্র ব্যাবসী সমিতির সভাপতি মো.আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি মো.জুয়েল মিয়া, সহ সভাপতি শাহ আলম,সহ সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো.ফারুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো.শামিম আহমদ,অর্থ সম্পাদক আমির হোসেন, ব্যবসায়ী চেরাগ মিয়া,মো.মারুফ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে এই উদ্যোগ সমাজে দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করে বলেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এ বিষয়ে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান
যাতে জাফলং একটি পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বজায় থাকে।