রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে রাজবাড়ী শহর এলাকা থেকে সদর থানার পুলিশ তাকে আটক করে। তিনি পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের বাসিন্দা। তিনি  মাছপাড়া ইউনিয়ন পরিষদে একাধিক বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন সাইফুল ইসলাম বুড়ো। পাংশা থানার রিকুইজিশনের ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, “পাংশা থানার অনুরোধে শহর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।”

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, “সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।” তাকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে পরিচিত।