পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দা-এর কোপে নিহত ১

সিলেটের জকিগঞ্জে গরু ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সুহেল আহমদ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহত সুহেল আহমদ জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সমসখানি (খালপার) গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।

 

পারিবারিক সূত্র জানায়, গত ২৯ জুন সন্ধ্যায় গরু ব্যবসার লেনদেন নিয়ে একই গ্রামের এহিয়া আহমদের সঙ্গে সুহেলের কথা-কাটাকাটি হয়। পরদিন (৩০ জুন) সকালে সুহেল আহমদ জকিগঞ্জ থানায় এহিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর বিকেলে অভিযুক্ত এহিয়া ও তার পরিবারের কয়েকজন সদস্য সুহেলকে বাড়ির পাশে পেয়ে ধারালো দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

 

সুহেলকে রক্ষা করতে গেলে ছোট ভাই তারেক আহমদও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সুহেলকে আইসিইউতে রাখা হয়। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তিনি মারা যান।

 

নিহতের চাচা আব্দুল গফুর জানান, হামলার ঘটনায় উল্টো প্রতিপক্ষ সুহেলের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা হাসপাতালে দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকায় তখন কোনো মামলা করতে পারেননি। তবে জানাজা ও দাফনের পর মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

 

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।