বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহবায়ক সদস্য শরিফুল আলম মাসুম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কবির হোসেন ফকির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক পিয়াস পাঠান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান চৌধুরী, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তফা আলম, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন বাশার, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও ঢাকাস্থ মহাখালী বসবাসরত নেত্রকোণা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিভিন্ন সময় ভিন্ন মতাদর্শের সিনিয়র নেতাদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য নিয়ে সমালোচনার শীর্ষে থাকছেন। তার এহেন কুরুচিপূর্ণ বক্তব্য এনসিপির মতো একটা নবীন-তরুণদের নিয়ে গড়ে উঠতে থাকা রাজনৈতিক দলের জন্য দৃষ্টিকুটু হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাদের কেউ কেউ মনে করেন তারা রাজনীতিতে দল হিসেবে সবেমাত্র প্রবেশ করছে। এই সময়ে তাদের দলের প্রথম সারির নেতারা যদি দেশের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেয় তাহলে তাদের কর্মীরা তাদের থেকে কি রাজনৈতিক শিক্ষা পাবে তা ভাবনার বিষয়।