সাঁথিয়াকে ৬৮,পাবনা ১ একক সংসদীয় নির্বাচনী আসন হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বেড়া উপজেলা ও সুজানগর উপজেলা নিয়ে ৬৯,পাবনা ২ নির্বাচনী আসন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে যা গেজেট আকারে প্রকাশ করা হবে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সাঁথিয়া এবং বেড়া আংশিক পাবনা ৬৮-১ আসন ছিল। এই একটি আসনকে ভেঙে দুটি আসন সাথিয়া উপজেলাকে একটি পূর্ণাঙ্গ আসন এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী সুজানগর উপজেলা পাবনা ৬৮-২ আসনের সাথে পৃথক করে দেওয়াতে বেড়া উপজেলার মানুষদের মধ্যে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন সাথিয়া এলাকার সাধারণ জনগণ ও নেতাকর্মীরা।
উল্লেখ্য, সাঁথিয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও তিনবারের উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীনের উদ্যোগে ও নেতৃত্বে সাঁথিয়াকে একক নির্বাচনী আসন করার দাবি,আন্দোলন শুরু হয়েছিল। দীর্ঘ বছর পর আজ দাবি পূরণ হলো।