পাবনার সাঁথিয়ার ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামানিকের ছেলে আমিরুল ইসলাম ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও যুবলীগ নেতা আমিরুল ইসলাম গত রাত সাড়ে ৮ টায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেতুপাড়া এলাকার আওয়ামী লীগকর্মী খালেক, ইমু ও মিঠুর সঙ্গে নিহতের পূর্ব বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে রাত ৮টার দিকে আমিরুলের ভাই আশরাফকে ধরে মারধর করেন অভিযুক্তরা। এ খবর শুনে আমিরুল সেখানে গেলে অভিযুক্তরা তাকে সিএনজিতে করে তুলে নিয়ে গিয়ে কিছু দূরে ফেলে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আমিরুল কে তার আত্তি ও এলাকার সাধারণ মানুষ মিলে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন লাশ থানায় নিয়ে যাওয়া হবে এবং ময়না তদন্ত করার জন্য পাঠানো হবে পাবনা ।এবংদুর্বৃত্তদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।