পাবনা ৬৮-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (১২ ই মাচ)সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে দলটির বিশেষ সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম । পাবনা ৬৮-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে ওই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাতেন খানকে।
রফিকুল ইসলাম জানান, ‘মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের পর এখানে আমাদের দলের প্রার্থী নাজিবুর রহমান মোমেনই ছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকারের জুলুম নির্যাতনের কারণে মতিউর রহমান নিজামীর পরিবারের কোনো সদস্য দেশে থাকতে পারেননি। তাই মাঝখানে নির্বাচনের জন্য আমরা প্রার্থী করেছিলাম আব্দুল বাসেত খানকে।কিন্তুএখন আমাদের দলিয় শিদ্ধান্ত পরিবর্তন হয়েছে ।দলটির সাবেক আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেনকে দল থেকে শিদ্ধান্ত নেওয়া হয়েছে।। পাবনা ৬৮-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে জন্য।
সারাদেশে জামায়াতে ইসলামীর আগাম প্রার্থী ঘোষণা করা হলেও দলের ঘাঁটি হিসেবে পরিচিত পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে দলের প্রার্থী নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ২০১৬ সালের ১০ মে মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর সরকারের নানা চাপে নিজামি পরিবার দেশত্যাগ করে লন্ডনে চলে যান। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে কিছু দিনের ভিতরে দেশে ফিরে আসেন তিনি।আজ পাবনা ৬৮-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে জামায়াতে প্রার্থী ঘোষিত হন তিনি।