পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি এই শ্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয় সচেতনতা বৃদ্ধির লক্ষে পিরোজপুর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে মঙ্গলবার (৩ ডিসেম্বর) লিগ্যাল এইড ইপ-পরিষদ ও বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর শাখা কর্তৃক শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন লিগ্যাল এইড এর পক্ষে মিনারা বেগম এবং মহিলা পরিষদের সদস্য বৃন্দ। আরো উপস্থিত ছিলেন পিরোজপুর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান শেখ ও শিক্ষাক কর্মচারীসহ শিক্ষার্থীরা। সভায় বক্তারা বলেন নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার বাস্তবায়নের জন্য শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকদের সচেতন হতে হবে। কোথাও নারী নির্যাতন ও বল্যবিবাহ দেখলে মহিলা পরিষদের সাথে যোগাযোগ করলে মহিলা পরিষদ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।লিগ্যাল এইড উপ- পরিষদ ও বাংলাদেশ মহিলা পরিষদ নারী নির্যাতন প্রতিরোধ এবং নারী কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার, নারীর অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে।