বীরগঞ্জে ব্যাপকভাবে বেড়েছে সিএনজি ও অটোরিকশা, দুর্ভোগে যাত্রী ও ব্যবসায়ীরা

দিনাজপুর জেলার বীরগঞ্জ শহরে অতিরিক্ত অটোরিকশা ও সিএনজি'র কারণে প্রতিনিয়ত যানজট যেন লেগেই আছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ আশেপাশে থাকা বিভিন্ন হোটেল, ফার্মেসীসহ বিভিন্ন দোকানপাট । শহরে চলছে অনিয়ন্ত্রিত প্রায় হাজার অটোরিকশা ও সিএনজি। পৌর এলাকার মানুষদের সাথে কথা বলে জানা যায় রাস্তার প্রসারতা কম ও বেহাল দশার ওপর দিয়ে অদক্ষ অটোচালকদের বেপরোয়া চালনা, ট্রাফিক সিগন্যাল মেনে না চলা, যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামা করার কারণে একদিকে বাড়ছে যানজট এবং অন্যদিকে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মেনে চলছে না ট্রাফিক আইন। এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করছেন, রাস্তাঘাটে যেখানে-সেখানে অটো থামানোর ফলে তাদের ব্যাবসায়িক ক্ষতিসাধন হচ্ছে। বীরগঞ্জ শহরের পুরাতন শহিদ মিনার চত্বর মোড়, তাজমহল মোড় সহ বিভিন্ন এলাকায় দিনের কিছু সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অতিরিক্ত অটোরিকশার কারণে সেসব স্থানগুলোতে অন্য যানবাহন নিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন পৌরবাসীরা।