নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল ভুঁইয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক করে থানায় নিয়ে এসে ফাঁসাতে গিয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে শাহীন ওরফে সোর্স শাহীন,সে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করে আসছে ।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার তারাবো দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ছাত্রদলনেতা রাসেলের পরিবার জানান,দীর্ঘদিন যাবত সোর্স শাহিনের সাথে তাদের বিরোধ চলছিলো বিভিন্ন সময় শাহিনের অপকর্মে বাধা দেয়ার জের ধরে মঙ্গলবার ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দিয়ে রাসলকে আটক করে থানায় নিয়ে আসে। আমরা সকাল থেকে থানার সামনে অবস্থান করে আসছে কি কারণে কোন মামলায় তাকে আটক করে আনা হয়েছে জানতে পারিনি,তবে এদিকে দুপুরে সোর্স শাহীন আদালত থেকে রাসেলের বিরুদ্ধে একটি কোর্ট প্রিটিশন নিয়ে আসে । আমারা রাসেলকে মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তির দাবি জানাই। এবং কুখ্যাত সন্ত্রাসী সোর্স শাহিনের শাস্তির দাবি জানাচ্ছি।রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন মঙ্গলবার ভোররাতে যৌথবাহিনী সোর্স শাহিনের তথ্যের ভিত্তিতে ছাত্রদলনেতা রাসেলকে আটক থানায় নিয়ে আসে। এদিকে আদালত থেকে রাসেলের বিরুদ্ধে কোর্ট পিটিশনের কাগজ দিতে আসলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি শাহীনের বিরুদ্ধে নারী নির্যাতসহ কয়েকটি মামলা রয়েছে,একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি হওয়ায় তাকে আটক করা হয় ।এছাড়া রাসেলের বিরুদ্ধে আদালতে নতুন একটি মামলা রয়েছে ।