ভোলার দৌলতখানে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃর্ধা বাড়ির পুকুরে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পুকুর মালিক আব্দুল কাদের বাচ্চু জানান,২০২৫ সালে তিন বছরের জন্য তিনি পুকুরটি লিজ নেয়। লিজ নেওয়ার পর থেকে একই বাড়ির আলমগীর বিরোধিতা করে আসছে। এ ছাড়াও তাদের সাথে জমিজমা বিরোধ রয়েছে। আমরা তাদেরকে সন্দেহ করছি। আমরা দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি।  দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।