মৌলিক গান দিয়েই জনপ্রিয়তা পেয়েছেন আসিফ আকবর। ক্যারিয়ারের দুই দশক পেরিয়ে এখনো তিনি গানের সঙ্গে আছেন। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। তবে মৌলিক গানের বাইরে সম্প্রতি নতুন পরিকল্পনা করছেন তিনি। আসিফ জানিয়েছেন, বিভিন্ন শিল্পীর গাওয়া জনপ্রিয় কিছু বাংলা গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করবেন।

এ ক্ষেত্রে আসিফের প্রথম পরিকল্পনা সৈয়দ আব্দুল হাদীর কিছু গান কাভার করার। আসিফ বলেন, ‘আমার আইকন শ্রদ্ধেয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী ভাই উনার কণ্ঠের গান আমাকে গাওয়ার অনুমতি দিয়ে রেখেছেন আরও আগে। এ ছাড়া শেখ ইশতিয়াক ভাইয়ের পরিবারের সম্মতি পেয়েছি উনার গান নতুনভাবে গাইবার। শ্রদ্ধাভাজন প্রয়াত গায়কদের গানগুলো আস্তে আস্তে কাভার করা শুরু করব। শিগগিরই গানগুলোর কাজ শুরু করবেন আসিফ। নতুন প্রজন্মের কাছে পুরোনো বাংলা গান পৌঁছে দেওয়ার জন্যই এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। আসিফ বলেন, ‘সোনালি যুগের গীতিকার-সুরকার-শিল্পীদের গান হারিয়ে যাচ্ছে। রিয়েলিটি শো কিংবা অন্য কোনো আদলে গানগুলো যত্নহীনভাবে উপস্থাপন করা হয়েছে। আমি চাই, আমার কণ্ঠে পুরোনো গানগুলো নতুনভাবে শ্রোতাদের কানে বাজুক সুন্দর সংগীতায়োজনে। আমারও গাওয়ার সময় শেষ হয়ে আসছে। অমর গানগুলোকে নতুন সাউন্ডে প্রেজেন্ট করে যেতে চাই ভবিষ্যৎ আর্কাইভের জন্য।’

আসিফ জানিয়েছেন, প্রখ্যাত শিল্পীদের এসব গানের কাভার প্রকাশ করে কোনো আর্থিক প্রাপ্তি খুঁজবেন না তিনি। আসিফ বলেন, ‘এ সমস্ত গানের রেভিনিউর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। ট্রিবিউট টু দ্য লিজেন্ডস—এই মানসিকতা নিয়েই গাওয়া শুরু করছি। লিজেন্ডদের প্রতি কোনো অসম্মান দেখাব না। উনাদের গানে যত্ন থাকবে সর্বোচ্চ। কপিরাইট-সংক্রান্ত যেকোনো জটিলতা নিরসনে প্রযোজক এবং শিল্পী পরিবারের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।’