চাঁদপাড়া বাজার স্কুল মাঠে সকলেরি চোখের সামনে দিনে রাতে সব সময় এমনকি হোটেলে ভিতরে বসে থেকে প্রকাশ্য চলছে গাঁজা ব্যবসা পুরি আকার এবং রেডি সিগারেটের মধ্যে পড়ে যেন চোখের আড়ালে পুরে গেছে প্রশাসনের যানা শর্ত সবাই চুপ এ জন্য এক অপরূপ বৃষ্টি গাঁজা ব্যবসায়ীকে ধরার চেষ্টা সত্বেও তাকে ধরা যায়নি এলাকাবাসীদের কে প্রশ্ন করলে এ ব্যাপারে তারা জানায় মাঝেমধ্যে পুলিশ আসে এবং তাদেরকে তারা দেয় এই পর্যন্ত আমরা দেখেছি হয়তোবা টাকা খাই আবার চলে যায় স্বামী স্ত্রী উপায় কাঁচা বিক্রি করে এ ব্যাপারে সুস্পষ্ট আর কিছু জানা যায়নি।