প্রতিবেশী

কলমে:- বাদল চৌধুরী

সমাজ বদ্ধ জীবন যাপনই
মানবকুলের বিশেষত্ব,
সমাজচ্যুত ব্যক্তি বা পরিবারের
স্বতন্ত্র বসবাস অকল্পনীয়,
পল্লী অঞ্চলের মানুষ থোক আকারে
যুগান্তরব্যাপী গোষ্ঠী পরম্পরায়
একে অন্যের হিতৈষী হয়ে
পাশাপাশি বসবাস করে এসেছে।

শহর অঞ্চলেও তার ব্যতিক্রম
খুব একটা নজরে আসতো না,
ভিন্ন ভিন্ন এলাকার পরিবারগুলোর
একই মহল্লায় আবাস হলেও
সময়ের ব্যবধানে তারাও
একে অন্যের আপনজন হয়ে
নিজেদের প্রতিবেশী হিসেবে
মানিয়ে নিয়ে বসবাস করেছে।

যে প্রতিবেশীরা একে অন্যের পরিপূরক
কালের বিবর্তনে তা আজ
শুধুই পার্শ্ব বাড়ীর লোক,
হোক সেটা গ্রাম কিংবা শহর,
এযুগে প্রতিবেশীদের আপনজন ভাবা
তাদের খোঁজ খবর নেয়া
বিপদে এগিয়ে যাওয়া
সবই আজ লোপ পেতে বসেছে।

প্রতিবেশীরা অতি আপন জন
তাদের যে কোনো সমস্যায়
পাশে থাকা অত্যাবশ্যক ভেবে,
শুধু সুখেই নয় চরম বিপদেও
প্রত্যেকের দায়িত্ববোধ থেকেই
প্রতিবেশীকে পরিবারের সদস্য
মেনেই সদা আন্তরিকতার সহিত
সহানুভূতি প্রয়োগে পাশে থাকাই মানবতা।