হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর, বৈশাখী উৎসব, পিঠা উৎসবসহ নানা আয়োজনে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের অনুমতিক্রমে মোবাইল ফোন সঙ্গে রাখার সুযোগ পায় এবং অনুষ্ঠান ধারণ করে থাকে। এই সুবিধার অপব্যবহার করে কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত অবস্থায়, কখনোবা কলেজ ক্যাম্পাস ও কলেজের ব্যানার ব্যবহার করে টিকটকে ভিডিও প্রকাশ করছে, যা প্রতিষ্ঠানের মর্যাদা ও শৃঙ্খলার চরম লঙ্ঘন।
এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ নিন্মোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:
১. এখন থেকে কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কোনো ভিডিও টিকটক বা অন্যান্য সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারবে না।
২. কোনো ছাত্রীকে কলেজ বা কলেজের পরিবেশ/লোগো/ইউনিফর্ম ব্যবহার করে টিকটকে বা অন্যান্য ভিডিও মাধ্যমে প্রকাশ করতে দেখা গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বরখাস্ত করা হবে।
৩. যারা ইতোমধ্যেই এ ধরণের কাজ করেছে, তাদেরকে স্ব-প্রণোদিতভাবে ভিডিও মুছে ফেলতে নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. ভবিষ্যতে এ ধরনের আচরণ পুরোপুরি শূন্য সহনশীলতায় দেখা হবে। প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় সকলের দায়িত্বশীল আচরণ একান্ত কাম্য।
এই নোটিশই চূড়ান্ত সতর্কতা। শিক্ষা প্রতিষ্ঠান কোনও সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রচারের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, মূল্যবোধ এবং নৈতিকতার পাঠদানের স্থান।